রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল চুরির সময় গ্রেফতার ১
- আপডেট টাইম : ২১ জুন ২০২১, ০৬:৪৮ অপরাহ্ণ
- /
- 326 বার পঠিত
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল চুরির সময় শাহজাহান শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৪০ গজ তামার তার, ২৫ ফুট লম্বা ছয় পিস লোহার রড ও চার ফিট লম্বা ১৫ পিস লোহার অ্যাঙ্গেল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার টাকা।
রোববার (২০ জুন) সকালে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পশুর নদী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার শাহজাহান খুলনার দাকোপের কালাবগী গ্রামের আবুল শেখের ছেলে।
রামপাল উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, ‘একদল সংঘবদ্ধ চোর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কৈঘরদাসকাঠি এলাকার পাশ থেকে বেশকিছু মালামাল নদীপথে নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।’
আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।