অবশেষে পালিয়ে যাওয়া আসামী হ্যান্ডকাপসহ আটক
- আপডেট টাইম : ২৮ জুন ২০২১, ০৬:৪৪ অপরাহ্ণ
- /
- 219 বার পঠিত
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ২৭ জুন রবিবার রাত সাড়ে ৯ টায় পূর্ব রূপসা বাগমারা এলাকায় অভিযান চালিয়ে মো. কবির শেখ (৩৫) নামের এক গাজা বিক্রেতাকে আটক করে। আটককৃত আসামী কিছুক্ষণ পর কৌশল অবলম্বন করে হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। পরে তাকে আটক করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান অব্যাহত রাখেন এবং পরেরদিন ২৮ জুন সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু আইসি মো. শাহাবুদ্দিন শেখ বাগমারা এলাকার একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়া উক্ত মাদক বিক্রেতা কবির শেখকে হ্যান্ডকাপ সহ আটক করে।
আটকের পর ফাঁড়ি পুলিশ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্ত্ন্তার করেন। মাদক বিক্রেতা কবিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক মামলা হয়েছে। যার নং-১৯, তারিখ-২৮/৬/২০২১ইং।