ফকিরহাটে লকডাউনের ৪র্থ দিনে জরিমান ৮ জনের ও জেল ১ জনের
- আপডেট টাইম : ৪ জুলাই ২০২১, ০৯:১২ অপরাহ্ণ
- /
- 251 বার পঠিত
ফকিরহাটে লকডাউনের ৪র্থ দিনে
জরিমান ৮ জনের ও জেল ১ জনের
********************************
নিজস্ব সংবাদদাতা কাটাখালি (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাটে কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১জনকে জেল ও ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউনের ৪র্থ দিনে ফকিরহাটে বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও জনপ্রতিনিধিসহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কঠোর বিধিনিষেধ অমান্য করায় মটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন (২৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান সহ ৮জনকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা করেন।##