সাংবাদিক মোস্তফা কামাল আহমেদের মৃত্যুতে খুলনা প্রেসক্লাবের শোক প্রকাশ
- আপডেট টাইম : ৯ জুলাই ২০২১, ০২:৩৭ অপরাহ্ণ
- /
- 238 বার পঠিত
ইকবাল অপুঃ খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল আহমেদ (৫১) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।২০১৬ সালে তিনি যুগান্তরে যোগদান করেন। এর আগে তিনি খুলনার আঞ্চলিক ও অন্য জাতীয় দৈনিকে কাজ করেছেন। তার বাড়ি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায়।
শুক্রবার বাদ জুম্মা নগরীর আলমনগর এলাকার রোলিং মিল জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক মোস্তাফা কামাল আহমেদের মৃত্যুর খবর পেয়ে তাকে শেষবারের মতো দেখতে শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুবু আলম সোহাগ ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর মরহুমের বাড়িতে ছুটে যান এবং সমবেদনা প্রকাশ করেন।
এদিকে সাংবাদিক মোস্তফা কামাল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।#
জাফর ইকবাল অপু/খুলনা প্রতিনিধি
০৯-০৭-২১