রথযাত্রা অনুষ্ঠানের তাৎপর্য
- আপডেট টাইম : ১৪ জুলাই ২০২১, ০৭:০৬ অপরাহ্ণ
- /
- 198 বার পঠিত










একদিন শ্রীকৃষ্ণ একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিলেন।জরা নামক এক শিকারি ব্যাধ দূর থেকে শ্রীকৃষ্ণের লাল পা দুটি দেখে, লাল পাখি ভ্রমে, তা শরবিদ্ধ করলেন।ফলে শ্রীকৃষ্ণ মাটিতে পড়ে যান।আহত শ্রীকৃষ্ণকে দেখেন জরা ব্যাধ আতঙ্কিত হয়ে পড়েন।শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করে বলেন যে,এই ঘটনা পূর্বনির্ধিত।পূর্বজনমের কর্মের ফলেই এরুপ ঘটেছে।এরপরই শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন।এ আখ্যানে পরবর্তীতে শ্রীকৃষ্ণের দেহ সতকারে বহুবিধ ঘটনা ঘটে।মূলত এ ঘটনার প্রেক্ষাপটই রথযাত্রা।(সংগৃহীত)