ফকিরহাটে গাজাসহ মাদক সম্রাট গ্রেফতার
- আপডেট টাইম : ৪ আগস্ট ২০২১, ০৬:৫৩ অপরাহ্ণ
- /
- 297 বার পঠিত
নিজস্ব সংবাদাদাতা, কাটাখালি (বাগেরহাট)ঃ বাগেরহাটের ফকিরহাটে গাজাসহ এক মাদক সম্রাটকে আটক করে জেল হাজতে প্রেরন করেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার গভির রাতে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায়। জানা গেছে, মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে বাপ্পি (১৯) নামে এক মাদক সম্রাটকে গাজা সহ হাতেনাতে আটক করতে স্বক্ষম হন। আটকের সময় বাপ্পির কাছে গাজা পেয়েছে বলে পুলিশ জানান। ফকিরহাট থানার কর্তব্যরত এস আই অনুপ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাপ্পিকে গাজাসহ আটকের পর স্থানীয়রা জানান সে দীর্ঘদিনের মাদক সেবনকারী ও ব্যবসায়ী।##