ফকিরহাটে ধান মাড়াই মেশিনে প্রান গেল যুবকের
- আপডেট টাইম : ২০ নভেম্বর ২০২১, ০৭:৩৯ অপরাহ্ণ
- /
- 157 বার পঠিত
ফকিরহাটে ধান মাড়াই মেশিনে প্রান গেল আলী হোসেন (২৫) এর। জানা গেছে, নিহত আলী হোসেন বাগেরহাট জেলা ফকিরহাট সদর উপজেলার খলশী গ্রামের আঃ জলিলের ছেলে। ফকিরহাট বাজার থেকে ধান মাড়াইয়ের মেশিনের কাজ করিয়ে গত শুক্রবার বাড়ির ফিরছিল, পথিমধ্যে আট্টাকী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে মেশিনটি খাদে পরে যায়। আলী হোসেন মেশিনের নিচে চাপা পরে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আলী হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম জানান ধান মাড়াই মেশিন উল্টে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়েছি। কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে আলী হোসেনের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।##