ফকিরহাটে কষ্টের ক্যানভাস নামক বইটির মোড়ক উম্মোচন হয় খুলনাস্থ বই মেলায়
- আপডেট টাইম : ৭ মার্চ ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ
- /
- 146 বার পঠিত
নিজস্ব সংবাদদাতা কাটাখালি বাগেরহাট :-ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কে মানবতার হাসি সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত কষ্টের পেম বাস নামক বইটির কষ্টের ক্যানভাস নামক বইটি হাতে তুলে দেন বইটির লেখক ও প্রকাশক কবি হাসি চৌধুরী। গতকাল ৭ ই মার্চ খুলনাস্থ বই মেলায় অনুষ্ঠিত মোড়ক উম্মোচন সভায় কষ্টের ক্যানভাস নামক বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। মানবতার হাসি সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত সভায় রাখেন বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব স্বপন দাস,মানবতার হাসি সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি হাসি চৌধুরী,মনিরুজ্জামান মিলন, কাওছারী জাহান মঞ্জু, নাজমুল, তারেক, তুষার সহ অনেক মানবিক ব্যক্তি বর্গ গন । সভায় অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন এ সংগঠনটি।
এইচ এম নাসির উদ্দিন
ফকিরহাট, বাগেরহাট