প্রবীন শিক্ষক অনিল কুমার দাস এর ২০ তম মৃত্যু বার্ষিকী আজ
- আপডেট টাইম : ২৬ এপ্রিল ২০২২, ০৭:২৮ অপরাহ্ণ
- /
- 43 বার পঠিত
২০০২ সালের ২৭ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ শিক্ষক অনিল কুমার দাস মৃত্যু বরন করেন। তিনি দক্ষিন টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন এবং অবসর গ্রহনের পর ঐ একই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরীর সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি সরকারিভাবে খুলনা জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিন হন এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী খুলনা জেলা সংসদের পক্ষ থেকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ২১ শে পদক গ্রহন করেন। তিনি মিডটাউন রোটারী ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু সাংষ্কৃতিক পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত সাংষ্কৃতিক জোটের খুলনায় সহ—সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। তিনি টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আজ বুধবার সন্ধ্যায় খুলনাস্থ টুটপাড়া গাছতলা মন্দিরে ধমীর্য় গ্রন্থ থেকে পাঠ ও বৈষ্ণব ভোজের আয়োজন করা হয়েছে।