করোনা মোকাবেলায় সরকার অগ্রনী ভূমিকা পালন করছে- এমপি সালাম মূর্শেদী
- আপডেট টাইম : ২১ জুন ২০২১, ০৯:২২ অপরাহ্ণ
- /
- 314 বার পঠিত
তিনি গতকাল ২১ জুন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জুম কনফারেন্সের মাধ্যমে জরুরী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, সহকারী কমিশনার (ভূমি) খান মাসুম বিল্লাহ।
বক্তৃতা করেন রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার সঙ্গীতা চৌধুরী, ভেটেরিনারী সার্জন ডা. তপু কুমার সাহা, পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, আকতার ফারুক, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংবাদিক খান আ: জব্বার শিবলী, বেনজির হোসেন, অলোক দাস প্রমুখ।
সভায় ২২ জুন থেকে ৭ দিনের জন্য সর্বত্বক লকডাউনের প্রস্তুতি গ্রহন করা হয় এবং সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শুধুমাত্র কাচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রবের দোকান খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।