ডুমুরিয়ায় সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভূক্ত ৪ আসামী গ্রেপ্তার
- আপডেট টাইম : ২১ জুন ২০২১, ০৯:৪৫ অপরাহ্ণ
- /
- 317 বার পঠিত
ডুমুরিয়া সংবাদদাতাঃ ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে থানার বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামী মাগুরাঘোনা গ্রামের রেজাউল গাজী(৩৭),সিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী কুলবাড়িয়া গ্রামের সবুজ শেখ, ভদ্রদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস এবং সাজিয়াড়া গ্রামের মিলন গাজীকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।