নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি ইসি সচিবের
- আপডেট টাইম : ২১ জুন ২০২১, ০৭:৫৭ অপরাহ্ণ
- /
- 269 বার পঠিত
নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তাতে দু’জন নিহত হয়েছে। এ ঘটনা ছাড়া সব নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়।’
সারাদেশের ইউনিয়ন পরিষদ, একটি উপনির্বাচন ও দুটি পৌরনির্বাচন শেষে সোমবার ( ২১ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিব এসব কথা বলেন।
সকাল ৮টা থেকে ২০৪টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপ নির্বাচন এবং ঝালকাঠি ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।