বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু মায়ের অবস্থা আশঙ্কাজনক।
- আপডেট টাইম : ২২ জুন ২০২১, ১১:২২ অপরাহ্ণ
- /
- 317 বার পঠিত
অন্যদৃষ্টি রিপোর্টঃবাদৈর,কসবা,ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের বাবা মা ও ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবা ও ছেলে জায়গায় মৃত্যুবরণ করেন এবং মা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
সূত্রে জানা যায় গতকাল বাদৈর গ্রামের এক পরিবারে সামনে কুরবানি ঈদকে উপলক্ষ করে তাদের ঘরে নতুন ফ্রিজ কিনে এনেছিল। ফ্রিজের জায়গা করতে গিয়ে স্বামি-স্ত্রী- এবং তাদের ৮-১০ বছরের এক মাত্র ছেলে সন্তান কে নিয়ে স্টিলের শো কেস এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার সময় ঘড়ের ভিতরের বিদ্যুত সংযোগ এর তার স্টিলের শো কেসে ছিড়ে গিয়ে লেগে শোকেসটি বিদ্যুৎয়াইত হয়েছিল, যার কারনে বিদ্যুৎ পরিবাহিত হয়ে বাবা,মা,ও ছেলে কে শক করে৷
ঘঠনাস্থলে মারা যান বাবা এবং ছেলে, মা আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি।
আল্লাহ আমাদের সকলকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন এবং মহান আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন।