বাগেরহাটের পল্লিতে ৫ দিন যাবৎ গৃহবধু নিখোঁজ, থানায় ডাইরি
- আপডেট টাইম : ৪ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫ অপরাহ্ণ
- /
- 262 বার পঠিত
বাগেরহাটের ভট্র-বালিয়াঘাটা এলাকায় রানী বেগম (৩৫) নামের এক গৃহবধু গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় ১টি সাধারন ডাইরী করা হলেও গত ৫ দিনে তার কোন সন্ধান মেলেনি। তিনি ওই গ্রামের মোঃ আসাদুল্লাহ শেখ এর স্ত্রী। জানা গেছে, ওই গৃহবধু গত ৩১আগষ্ট বিকালে নিজ বাড়ী হইতে কাউকে কিছু না বলে অজানার উদ্যেশ্যে রওনা হয়। সন্ধ্যায় তার স্বামী মোঃ আসাদুল্লাহ শেখ বাড়ীতে এসে স্ত্রীকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকেন। কিন্তু কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁকে না পেয়ে তার বড় কন্যা আফরিন ও পুত্র হাছিব এখন পাগলের মত প্রলাপ বকছে। স্ত্রীকে ফিরে পেতে স্বামী ৩ সেপ্টেম্বর বাগেরহাট মডেল থানায় ১টি সাধারন ডাইরি করেছেন, যার নং-১৬২।