রূপসায় ভিডিসি’র উন্নয়ন পরিকল্পনা তৈরি বিষয়ক সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ৯ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৯ অপরাহ্ণ
- /
- 293 বার পঠিত
রূপসা প্রতিনিধি ঃ রূপসায় ওয়াল্ড ভিশন বাংলাদেশ, জোন-২, জীবনের জন্য প্র ল্পের আয়োজনে গ্রাম (এলাকা) প্রতিবেশি উন্নয়ন কমিটির অংশ গ্রহন মুলক উন্নয়ন পরিকল্পনা তৈরি বিষয়ক সভা অনুষ্ঠিত। গত ৯ সেপ্টম্বর বেলা ১১ টায় বাগমারা শিমুল শিশু বান্ধব শিখন ও বিনোদন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। ভিডিসি’র সভাপতি মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদকি মোঃ বেনজীর হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মামুন শেখ, দৈনিক প্রবর্তন পত্রিকার রূপসা প্রতিনিধি ফ,ম আইয়ুব আলী, ভিডিসি’র ক্যাশিয়ার মোঃ হায়দার আলী, সদস্য মোঃ বাবুল হাওলাদার, মোঃ সুলতান মোল্লা, প্রফুল্ল দত্ত, রোমেসা বেগম, আমিনুর বেগম, শুভ তারা বেগম, মনিরা বেগম, খোদেজা বেগম, ইমরান হোসেন, মুক্তা আক্তার, জুলিয়া আক্তার, শাবানা বেগম, আমেনা বেগম, মামুন, হাসিনা বেগম, রওশনারা বেগম, সাইফুজ্জামান উজ্জল, সিএফএলআরসি’র প্রিয়া খাতুন, জাহিদুল ইসলাম, ডালিয়া আক্তার প্রমুখ।##