ফকিরহাটে কর্মরত অবস্থায় ১ তরুন পুলিশ সদস্য’র মৃত্যু
- আপডেট টাইম : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪ অপরাহ্ণ
- /
- 248 বার পঠিত
বাগেরহাটের ফকিরহাট মডেল থানার কনষ্টেবল মাসুদ আলী খান (৩৪) ডিউটিরত অবস্থায় হৃদ ক্রীয়া যন্ত্র বন্দ হয়ে মারা গেছেন। ঘটনাটি বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ঘটেছে। মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, পুলিশ সদস্য মাসুদ আলী আকস্মিক অসুস্থ্য হয়ে পড়ে। তাৎনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মাসুদ আলী গোপালগঞ্জের বোয়ালিয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ পেয়ে বাগেরহাট জেলা পুলিম সুপার তাৎক্ষনিক ফকিরহাট মডেল থানায় ছুটে আসেন এবং সকলকে সমবেদনা জানিয়ে মরদেহের তার পরিবারের নিকট হস্তান্তরসহ পরিবারকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। ##
এইচ,এম,নাসির উদ্দীন