আকষ্মিক ভাবে শিক্ষা সচিব এলেন মহিষ খামার
- আপডেট টাইম : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৫ অপরাহ্ণ
- /
- 268 বার পঠিত
নিজস্ব সংবাদদাতা, কাটাখালি (বাগেরহাট)ঃ দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার খুলনা-মংলা মহাসড়কের সুখদাড়ায় অবস্থিত খামারটি পরিদর্শন করলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ হাসানুল ইসলাম। তিনি গতকাল বিকালে সুন্দরবনসহ বিভিন্ন স্থানে শিা সফর শেষে আকষ্মিক এই পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, শিা অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান। আকষ্মিক পরিদর্শন শেষে তিনি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের দেখবাল করেন।##