ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির বিশেষ সভা
- আপডেট টাইম : ২১ অক্টোবর ২০২১, ০৬:৫৮ অপরাহ্ণ
- /
- 230 বার পঠিত
এইচ এম নাসির উদ্দিন, ফকিরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে এক বিশেষ সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুল আনাম, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, মাও. মো. রবিউল ইসলাম, মাও. মো. মোফাজ্জেল হোসেন, মাও. মো. আমির হোসেন, মাও. মো. আ. মমিন, মাও. মো. জসিম উদ্দিন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, আট্টাকী শীতলা মন্দিরের সভাপতি ডা. অরবিন্দু পাল মনি, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি সহকারী অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, পূজা উদযাপনের জীবন কৃষ্ণ ঘোষ, আনন্দ কুমার দে প্রমূখ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহব্বান জানান বক্তাগন।