ফকিরহাটে চুরির প্রবনতা ব্যপকহারে বৃদ্ধি পেয়েছে
- আপডেট টাইম : ২০ নভেম্বর ২০২১, ০৭:৩৮ অপরাহ্ণ
- /
- 160 বার পঠিত
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন গ্রামে প্রতি রাতে গরু, বৈদ্যুতিক তার, মসজিদের মাইকসহ নানাপ্রকার চুরির ঘটনা প্রতি রাত্রে ঘটছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার লখপুর ইউপির জলছত্র মোড়ের মোঃ খলিলুর রহমানের ফার্ম থেকে কয়েক হাজার ফিট বৈদ্যুতিক তার রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ খুলে তার কেটে নিয়ে যায় চোরেরা। একই ভাবে শিক্ষক বিদ্যুৎ কুমার ঘোষের বিল্ডিংএর সকল বৈদ্যুতিক খুলে নিয়ে যায়। বিলের ভিতর সেচ পাম্পএর বিদ্যুৎ সংযোগ তারও চুরি যায়। উপজেলার পাগলা শ্যামনগর উত্তরপাড়া জামে মসজিদের আযান দেয়ার মাইক চুরি হয়। অপরদিকে উপজেলার সদর ইউনিয়নের আট্টাকী কুন্ডপাড়া এলাকার সুনীল কুন্ডের বাড়ীর গোয়াল ঘর থেকে একটি কালো রঙের বিদেশী গাভী যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা দুস্কৃতিকারীরা চুরি করে নিয়ে গেছে। এ ধরনের ঘটনা গত ১ সপ্তাহে প্রতি রাতেই উপজেলার বিভিন্ন গ্রামে ঘটেই চলেছে। ফকিরহাট মডেল থানা সূত্রে জানা গেছে, চুরির ঘটনা তারা অবহিত হয়েছে, চোর শনাক্তের চেষ্টা চলছে, চোরদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।##