ফকিরহাট শ্যামবাগাতে উন্নয়ন পরিকল্পনায় উন্মুক্ত সভা
- আপডেট টাইম : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ অপরাহ্ণ
- /
- 178 বার পঠিত
নিজস্ব সংবাদদাতা কাটাখালি (বাগেরহাট) ঃ ফকিরহাট শ্যামবাগাতে উন্নয়ন পরিকল্পনায় উন্মুক্ত সভা সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
পিলজংগ ইউপি সদস্য মোঃ ফরহাদ হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গ্রাম উন্নয়ন এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান শিক্ষক ইউনুস আলী, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, মডেল থানার ইনচার্জ খায়রুল আনাম, মুক্তিযুদ্ধা সুবীর মিত্য,ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, প্রভাষক অঞ্জন দে, আসাদুজ্জামান মিজন, সুমন ধর, সনজিৎ মুখার্জ, সংরক্ষিত সদস্য মর্জিনা বেগ, প্রমুখ।#