নদী ভাংগন ও জন দূর্ভোগ রোধে ফকিরহাটের খাজুরায় পাকা সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন
- আপডেট টাইম : ১৩ মে ২০২২, ০৪:২০ অপরাহ্ণ
- /
- 16 বার পঠিত
নিজস্ব সংবাদদাতা কাটাখালী (বাগেরহাট)ঃ বাগেরহাটের ফকিরহাট খাজুরা এলাকায় নদী ভাঙ্গন রোধ ও জনদুর্ভোগ লাঘবে পাকা সড়কের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস পাকা এ সড়কের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা, ইউপি সদস্য মোঃ আহম্মদ আলী, থানা আঃলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখার দেবনাথ, সাংগঠনটি সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষক লীগের নেতা পুলিন ঘোষ, মো.সাইফুল ইসলাম, মো.আলাউদ্দিন, জামাল ফারাজি, সংরক্ষিত মহিলা সদস্য খুকুমনি, কাটাখালী প্রেস ক্লাব সভাপতি এইচ.এম. নাসির উদ্দীন, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক জয়ন্ত দাশ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য খাজুরা ১০ গেট নামক এ সড়কে বরাদ্দকৃত টাকার পরিমান প্রায় ৬০ লক্ষ টাকা এ সড়কের কাজ সম্পন্ন হলে খাজুরা সহ কয়েকটি গ্রামের মানুষের বসত ঘরে আর জোয়ারের পানি ঢুকবেনা। যানবহন ও জনচলাচলে দূর্ভোগ থেকে মুক্ত হবে বলে এলাকাবাসি জানান। ##
এইচ, এম নাসির উদ্দীন
সভাপতি-কাটাখালী প্রেস ক্লাব
প্রতিনিধি- দৈনিক পূর্বাঞ্চল ও এশিয়ান টিভি।
মোবাঃ ০১৭১১-৪৪৩৪৮৪.